ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫জন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে ছেড়ে যায়।। পথিমধ্যে সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছরের এক নারী নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।