ব্রাহ্মণবাড়িয়া সম্পত্তির লোভে মাকে তিন মাস যাবত ঘরে বন্দি: উদ্ধার করলেন সেনাবাহিনী

লিটন হোসাইন জিহাদ: ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট ৭ নং ওয়ার্ডর  মৃত হাজি মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী জাহানারা বেগমকে তিন মাস যাবত একটি ঘরে বন্দি করে রেখেছেন তার সন্তানরা।

১৬ আগস্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম ও  তার টিম নির্যাতিত এই মহিলাকে উদ্ধার করে।

জানা যায় জাহানারা বেগম এর নয় সন্তান, বড় ছেলে মোখলেসুর রহমান ছাড়া বাকি আট ছেলে তার মাকে অমানুষিক নির্যাতন করেন।৩ মাস যাবত একটা ঘরে বন্দি করে রাখে, এমন কী ঠিক মতো খাবার ও দেওযা হতো না। মাঝে মাঝে জাহানারা বেগমকে রাতে বস্তায় ভরে ফেলে দেওয়ার হুমকি দিত । তারা হলেন, মোঃ রুবেল (৫০) মোঃ আলকাস (৪৪) মোঃ লোকমান (৪০) মোহাম্মদ রমজান (৩৮) মোঃ জুবায়ের (৩৬)  মোঃ আব্বাস (৩৪) মোঃ জুয়েল মিয়া (৩১) মোঃ মোজাম্মেল (২৭)

 

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম সাংবাদিকদের বলেন, সরজমিনে গিয়ে  চেক করে উক্ত মহিলাকে তালাবদ্ধ রুম থেকে উদ্ধার করি, এবং মোছাম্মদ জাহানারা বেগম (৭০) কে ব্রাহ্মণাড়িয়া  সদর আর্মি ক্যাম্পে নিয়ে আসি  এবং তার সকল সন্তানদেরকে ক্যাম্পে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার সত্যতা যাচাই করে  স্থানীয় ৭নং ওয়ার্ল্ড  কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ ও জাহানারা বেগমের দেবর মোহাম্মদ কুদ্দুস মিয়াকেও ডেকে নিয়ে আসি। তাদের উপস্থিতিতে সকল  সন্তানদেরকে তাদের মায়ের কাছে উপস্থিত করলে । সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে।

তাদের ভুল  বুঝতে পারার কারনে কান ধরে উঠবস করায় এবং মায়ের কাছে ক্ষমা চাওয়ায়।  মা জাহানারা বেগমের কথাতে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয়।

See also  স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দুতাবাস থাকতে পারবে না: আল্লামা মামুনুল হক