কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় চালকসহ নিহত ৩

  
  
        
  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় একটি ইন্স্যুরেন্স কোম্পানির ২ কর্মকর্তা ও চালকসহ ৩ জন নিহত হয়। এছাড়া চালকের স্ত্রী গুরুতর আহত হয়।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাইভেটকারটি সড়করে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কুমিল্লা অঞ্চলের ডিএমডি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় কোম্পানীর কর্মকর্তা মুজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত (৪০), প্রাইভেটকার চালক হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, প্রাইভেটকারটি মাধাইয়ার নাওতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। তিনি আরও জানান, চালকের স্ত্রী গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

See also  শেখ হাসিনাকে দেশে এনে জাতির সামনে বিচার করতে হবে: দুলু