নিজেস্ব প্রতিনিধি: মিঠামইন উপজেলার বৈষম্যবিরোধি ছাত্র ও সাধারণ জনতার উদ্যোগে সাময়িক দাঙ্গা,সহিংসতা ও সংখ্যালুগুদের উপর আক্রমণ প্রতিরোধে শান্তিপূর্ণ সমাবেশ করেছেন মিঠামইন উপজেলাবাসী।
১৭ আগস্ট শনিবার বিকালে মিঠামইন জিরো পয়েন্টে (বাতি ঘরের সামনে) আওয়াজ তুলো শ্লোগানে এই শান্তিপূর্ণ মানব বন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কন্ঠশিল্পী তোফায়েল শেখ তোফা), নাঈম হাসান চৌধুরী , অর্নব রেজা চৌধুরী , অমিত হাসান চৌধুরী, তরিকুল ইসলাম, মাহফুজ আলম মামুন, মুরাদ, অনিক, আজিম, জাকির , রুয়েল ,তৌহিদ হাসান চৌধুরী, তানিম হাসান, আল আমিন দীপ্ত, সজিব চৌধুরী ,আনিক,রিনাদ, আলিনুর ভুইয়া সহ নাভিদ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, দেশ হবে সবার,সব মানুষের, সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের। কোন একক গোষ্ঠীবাদিদের না । আমরা মানবতার রাষ্ট্র চাই । সুদ,ঘোষ দূর্নীতির বিরোধে এদেশের মানুষ জেগে উঠেছে। আমরা একটি শান্তি সম্প্রতির বাংলাদেশ চাই।