মাস্টাররোল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মকর্তাদের গণহারে আত্তীকরণের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের সামনে অবস্থান নেন মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তারা। সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক এলজিইডি কর্মকর্তা এতে অংশ নেন।
এসময় তারা ‘এলজিইডির আঙিনায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘অবৈধ আত্তীকরণ, চলবে না চলবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
অন্দোলনরত কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে পরীক্ষা দিয়ে তারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এখন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়াদের আত্তীকরণ করা হচ্ছে। এতে মেধার ভিত্তিতে পিএসসির অধীনে নিয়োগ পাওয়ারা বৈষম্যের শিকার হবেন। অবিলম্বে অবৈধ আত্তীকরণ প্রক্রিয়া বাতিল করতে হবে।
আন্দোলনকারীদের ৫ দাবি
১. এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তাদের অবৈধভাবে আত্তীকরণ/নিয়মিতকরণ করা যাবে না। সব নিয়োগ কার্যক্রম মেধার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
২. পিএসসির মাধ্যমে স্বতন্ত্র নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না।
৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ এবং অন্যান্য সব প্রকৌশল অধিদপ্তরের ন্যায় উপ-সহকারী প্রকৌশলী/নকশাকারদের (উপ-সহকারী প্রকৌশলী) ৫ বছরে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. উপ-সহকারী প্রকৌশলী/নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী) স্বল্পতার জন্য সার্ভেয়ারদের কাজ তদারকি করার দায়িত্ব দিয়ে যে অফিস আদেশ দেওয়া হয়েছিল, তা তিন কর্মদিবসের মধ্যে বাতিল করতে হবে।
৫. এলজিইডিকে বিসিএস ক্যাডার ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত করতে হবে।
সূএ : জাগোনিউজ