পাকিস্তানেও ছাত্র আন্দোলন, ইন্টারনেট ধীরগতি,অস্থিরতায়’ টাইগার ক্রিকেটাররা

বাংলাদেশের আন্দোলনে দেখা গিয়েছিল ইন্টারনেটের ধীরগতি। একই পরিস্থিতি দেখা গিয়েছে পাকিস্তানেও। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে পাকিস্তানের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন গত কয়েক সপ্তাহে ইন্টারনেটের গতি ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। আর এমন পরিস্থিতিতে মানসিক অস্থিরতায় ভুগছেন সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

মাঠের পারফরম্যান্সে সবকিছু ঠিকঠাক থাকলেও বাংলাদেশ দলের চিন্তায় ইন্টারনেটের ধীরগতি। দেশে থাকা পরিবারের সঙ্গে অনেকটাই বিচ্ছিন্ন তারা। যে কারণে ভুগছেন মানসিক অস্থিরতায়। লাহোরে প্রস্তুতি পর্ব চলাকালেই বাংলাদেশ দলের অনেকে এমন অভিযোগ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র এমন অভিযোগ নাকচ করে দিয়েছে।

See also  জয়ী হলে যেসব অর্থনৈতিক সুবিধা দেবেন হ্যারিস