ভরিতে বাড়ল ২,৯০৪ টাকা, আবার সোনার দামে রেকর্ড

এক মাস চার দিন পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯০৪ টাকা দাম বাড়ানো হয়েছে। এতে নতুন করে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল মূল্যবান এ ধাতুর দাম।

মূল্যবৃদ্ধির কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৪ জুলাই দেশের বাজারে সোনার মূল্যবৃদ্ধি করেছিল বাজুস। তখন ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৯০ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ৮১ টাকায়। এটিই এত দিন ধরে সোনার সর্বোচ্চ দাম ছিল।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম হবে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা। এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬২৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮৩ হাজার ১৯৯ টাকায় বিক্রি হবে।

আজ শনিবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ২০ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯৮ হাজার ২৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮১ হাজার ২২৮ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ২ হাজার ৯০৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৭৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম বেড়েছে।

See also  জাপানের সাইসন ইনভেস্টমেন্ট থেকে ৬৫ লাখ ডলার বিনিয়োগ পেল শপআপ