যে ৫ কারণে মুক্তির পরেই ঝড় তুলল ‘স্ত্রী ২’

গত ১৪ আগস্ট মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে অমর কৌশিকের হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’ ছবিটি। এটি তারই সিকুয়েল। মুক্তির প্রথম দিনই ছবিটি ৭৬ কোটি ৫ লাখ রুপি আয় করে, দ্বিতীয় দিনে ১০০ কোটি আয়ের রেকর্ড গড়ে। আর গতকাল শনিবার সব মিলিয়ে ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি রুপি! কিন্তু কেন মুক্তির পরেই এমন ঝড় তুলল ছবিটি? জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।

২০১৮ সালের দিকে মুক্তির পর ‘স্ত্রী’ ছবিটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। সিনেমার গল্পে হরর-কমেডির মোড়কে সামাজিক বার্তা দিয়েছিলেন নির্মাতা। নারীদের সমাজে কীভাবে হেয় করা হয়, তা তুলে ধরেছিলেন।

তবে পুরো বিষয়টি ছিল বিনোদনের মোড়কে। তাই ছবিটি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক, সবাই পছন্দ করেন। এ ছবিটিই শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ার চাঙা করে। এমন জনপ্রিয়তার কারণে ছবিটির সিকুয়েলের অপেক্ষা ছিল ভক্তদের। এ কারণেই ছবিটি মুক্তির পরেই লুফে নিয়েছেন দর্শকেরা। এমনকি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ে ‘স্ত্রী ২’।

হরর-কমেডির দারুণ মিশেল

ছবিটি এত ভালো করার আরেকটি কারণ দুর্দান্ত চিত্রনাট্য। সমালোচকদের মতে, এ ছবিতে যে ধরনের সিচুয়েশনাল কমেডি আছে, সেটা দারুণভাবে কাজ করে। অনেক সমালোচক এমনও বলছেন, প্রথম কিস্তির যে সিকুয়েলে হরর দৃশ্যগুলো ভালো, এ কিস্তিতেও তা দর্শকদের ভয় পাওয়াবে, যথেষ্ট বিনোদন দেবে। এ ছাড়া ছবিতে বেশ কিছু চমক আছে, যা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।

দুর্দান্ত পারফরম্যান্স

পঙ্কজ ত্রিপাঠি, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি ও অপারশক্তি খুরানা—ছবিতে এই চার অভিনেতার পারফরম্যান্স দুর্দান্ত। তাঁদের রসায়ন বলা যায় জমে গেছে। কমেডি যত ভালোই হোক, অভিনেতা সেটা জমাতে না পারলে দর্শকেরা আনন্দ পান না। কিন্তু ‘স্ত্রী ২’-এ এটা ভালোভাবেই হয়েছে।

See also  শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন ‘না’ অপু বিশ্বাস

যত্ন নিয়ে নির্মাণ

ভারতের অনেক সিকুয়েলই যত্ন নিয়ে নির্মিত হয় না, কেবল সিকুয়েলের জন্য সিকুয়েল হয়। কিন্তু এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম ‘স্ত্রী ২’।

সমালোচকদের মতে, এ ছবির জন্য দর্শকের আগ্রহ সার্থক হয়েছে। যে জন্য নির্মাতা অমর কৌশিকের প্রশংসা প্রাপ্য। এ ছাড়া ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজও প্রশংসিত হয়েছে, হরর সিনেমায় যা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বিনোদনের সব উপাদান মজুত

‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে, উৎসবের আবহে। এই সময়ে দর্শক সাধারণত বিনোদনে ভরপুর ছবি দেখতে প্রেক্ষাগৃহে যান। ‘স্ত্রী ২’ তাঁদের সে প্রত্যাশা ভালোভাবেই পূরণ করেছে। ছবিটি দেখতে বসে পুরোটা সময় উপভোগ করেছেন তাঁরা।