কুমিল্লা জজকোর্টের আইনজীবী সোহরাব হোসেন সোহাগ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নালিল্লাহ রাজিউন)।
জানা যায়, সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় কুমিল্লা নগরীর ঝাউতলায় মুন হাসপাতালের সামনে তরুণ আইনজীবী সোহরাব হোসেন সোহাগ হেঁটে যাওয়ার সময় জলাবদ্ধতায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন।ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কুমিল্লা বারের ২০২৪ সালে যোগদান করে পেশায় দায়িত্বরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের কৃতিসন্তান ও ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে সকল আইনজীবী ও এলাকায় মাঝে শোকের মাতম বইছে।