মো মনির হোসেন: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন জামিলা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
স্টেশনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই নারী স্টেশনের প্ল্যাটফর্মে চট্টলা এক্সপ্রেসের সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করলে কিছু বুঝে ওঠার আগেই তিনি ট্রেনের নিচে পড়ে যান। তখন রেললাইনের মাঝখানে উপুড় হয়ে শুয়ে পড়েন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। ওই অবস্থায় প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে লোকজন বৃদ্ধাকে বলছিলেন, একটুও নড়াচড়া করবেন না। শুয়ে থাকেন। ট্রেনটি চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ছাত্র ও স্থানীয়রা।
আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নূর নবী বলেন, ‘ওই বৃদ্ধা রেলওয়ে স্টেশনের একটি হোটেলে কাজ করেন। ভাগ্য ভালো চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তিনি। তার শারীরিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পুরোপুরি সুস্থ আছেন। তবে বড় ধরনের ভয় পেয়েছেন।’