বাংলাদেশ বেতারে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

পদোন্নতি বঞ্চনাসহ বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেতারের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীরা

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবিসমূহ তুলে ধরেন। তাদের দাবিগুলো হলে, বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান করা। ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করা। বাংলাদেশ বেতার থেকে নিজস্ব মহাপরিচালক নিয়োগ করা। নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃ সংশোধন করা। বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ।

উল্লেখ্য, বাংলাদেশ বেতারের ৯ম, ১৩ তম এবং ১৫ তম বিসিএস কর্মকর্তারা এখনো ৪র্থ গ্রেডে আছেন। এছাড়াও ২৪ তম থেকে ২৭ তম বিসিএসের কর্মকর্তারা ৬ষ্ঠ গ্রেডে রয়েছেন যাদের অধিকাংশ ১৪ বছরের অধিক এবং ২৮ তম থেকে ৩৫ তম বিসিএসের নবম গ্রেডের অধিকাংশ কর্মকর্তা প্রায় ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

বিসিএস তথ্য ক্যাডারের চারটি সাব-ক্যাডার রয়েছে। উপসচিব পদে আবেদন প্রেরণের ক্ষেত্রে এ চারটি সাব ক্যাডারের মধ্যে একটি সাব ক্যাডার গণযোগাযোগ বা পিআইডি থেকে ১৩৬টি ভিত্তি পদের বিপরীতে প্রতি বছর ১০ টি আবেদন গ্রহণ করা হয় অথচ নিদারুণ বৈষম্যের নজির স্থাপন করে বাংলাদেশ বেতারের বিসিএস তথ্য ক্যাডারের ৩টি সাব ক্যাডার থেকে ৩২৩ টি ভিত্তি পদের বিপরীতে অযৌক্তিকভাবে মাত্র ১০টি আবেদন গ্রহণ করা হয়।

বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ শিগগিরই পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

See also  আবু সাঈদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনের নামে মামলা