শখের নারী; রাবেয়া জাহান

পুরুষ তার শখের নারীকে
কখনো ছেড়ে যায় না
আবার পুরুষ তার শখের নারীকে
এতটুকু ছাড় ও দেয় না।
পুরুষ ভালোবাসে
শুধু নিজেকে জয়ী করবে বলে।

পুরুষ তার শখের নারীকে
কখনো ভুলে থাকে না।
কিন্তু, পুরুষ ভুলে যায়
শখের নারী ও একটা আলাদা মানুষ
পুরুষ তার শখের নারীকে
কখনো আলাদা ভাবে না।
পুরুষ কখনো ভাবে না
শখের নারীর গল্পটাও হতে পারে
আলাদা কোনো খাতায়।
পুরুষ ভালোবাসে
শুধু নিজের প্রাণ ভ্রমরাকে
আজীবন সতেজ রাখবে বলে।

পুরুষ তার শখের নারীর জন্য
মরতে পারে
অথচ, পুরুষ তার শখের নারীর মতামতকে
প্রাধান্য দিতে পারে না
পুরুষ তার শখের নারীকে
মুক্ত বিহঙ্গের মতো উড়তে দিতে পারে না।
পুরুষ ভালোবাসে
শুধু নিজেকে অধিপতি করবে বলে।

পুরুষ তার শখের নারীর জন্য
রাজ্য ছেড়ে দিতে পারে
অথচ, পুরুষ তার শখের নারীকে
ছুট দিতে পারে না
পুরুষের ভালোবাসা এক অদ্ভুত
নিয়মের আধার
ঠিক যেন, বিচার মানলেও
তালগাছটা শুধু তারই হতে হবে।
পুরুষ তার শখের নারীকে ভালোবাসে
শুধু নিজেকে ভালো রাখবে বলে।