শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলে ছিল শিক্ষার্থীদের পদচারনাণ মুখরিত।

প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক দিনের মতই পাঠদানসহ সার্বিক কার্যক্রম চলে। বিদ্যালয় ও কলেজে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে সবাই খুবই আনন্দিত।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ-যুবলীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা