
কোলকাতার R.G.K.A.R Medical College এর ঘটনা নিয়ে তোপের মুখে পড়লো শাহরুখ খান! কিন্তু কেন?
R.G.K.A.R Medical College এর মর্মান্তিক যে ঘটনা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই পরিচিত, মোমিতা নামক একজন ডাক্তার এর সাথে যে বীভৎস ঘটনা ঘটে সেটা মুখে বলতে গেলেও ভয়ে বুক কেঁপে ওঠে
যার ফলে এই ঘটনায় চারিদিকে মানুষ অনেক রাগান্বিত হয়েছে, কলকাতার পাশাপাশি বলিউডের অনেক নায়ক নায়িকারাও এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং সেই সাথে প্রতিবাদও করেছে, Hrithik Roshan,Ayushmann Khurrana,Alia Bhatt,Priyanka Chopra সহ আরো বহু celebrity এটার against এ কথা বলেছে, কিন্তু সেই জায়গা থেকে শাহরুখ খান একদমই চুপ সে কোন কথাই বলছে না এটার বিরুদ্ধে,অথচ শাহরুখ খানের মেয়ে সুহানা খান Instagram এটার বিরুদ্ধে কথা বলেছে, এবং সেটার বিরুদ্ধে ফাইটও করতে চাই সেটাও জানিয়েছে তাহলে শাহরুখ কেন চুপ এটা নিয়ে?
ক্ষভ পাবলিক দের মাঝে,এবং বিশেষ করে কলকাতার নাগরিকরা এই শাহরুখ খানের উপরে বেশি ক্ষেপে রয়েছে কারন একে তো শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর মালিক তার উপরে আবার এটা সবাই জানে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে শাহরুখ খানের ঘনিষ্ঠতা রয়েছে এবং শাহরুখ খান তাকে দিদি বলেও ডাকে মোট কথা শাহরুখ খানের এই যে চুপ থাকা তার যেই নীরবতা এটা আসলেই অনেকে ভালো চোখে নিচ্ছে না।