The Greatest of All Time Movie Trailer Review In Bangla

দক্ষিণের সুপারস্টার thalapathy vijay এর second last film (Goat) এর ট্রেইলার গতকাল রিলিজ পেয়েছে গেল যেটার সঙ্গে আরেকটা সুপার হাইপ তামিল ফিল্ম প্যান ইন্ডিয়া আকারে মূলত যেটা রিলিজ পাবে kanguva সঙ্গে কিছু কিছু জায়গায় মিল রয়েছে, এখন কোন কোন জায়গায় মিল রয়েছে সেটা বলছি তবে তার আগে চলুন Goat এর ট্রেলার টা একটু রিভিউ করে আসি,যদি honestly goat এর ট্রেলার নিয়ে বলি তাহলে 

কিছু জায়গা আমার কাছে নেগেটিভ লেগেছে ,  আবার কিছু কিছু জায়গায় অনেক ভালো positive ও লেগেছে,

actually বিজয়ের second last film হিসেবে যেই লেভেল এর ট্রেইলার আশা করেছিলাম ঠিক সেরকম টা হয় নি কনটেন্টের দিক দিয়ে,

এখন কনটেন্টের দিক দিয়ে বলছি তার কারণ এখানে story pattern রেগুলার তামিল সিনেমার মতোই লেগেছে extraordinary তেমন কোন কিছু ট্রেইলার দেখে মনে হয়নি,মূলত ৪ জন স্পেশাল secret agent যাদের মধ্যে বিজয় একজন, 

যেখানে তারা তাদের পুরনো এক মিশন এর জন্য বিভিন্ন সমস্যার সমূখিন হবে, ওই পার্সোনাল দুশমনি রিভেঞ্জ এটাই মূলত এই সিনেমার  প্রধান স্টোরি মনে হচ্ছে ট্রেলার দেখে Who knows?

হয়তোবা ডিরেক্টর আরো অনেক সারপ্রাইজ এলিমেন্ট সিনেমা রেখেছে যা স্টোরিকে আরো অনেক বেশি extraordinary করে তুলবে,

হ্যাঁ তবে এখানে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে

গল্প extraordinary না হোক সমস্যা নাই thalapathy vijay উপস্থিতি থাকলেই কিন্তু যথেষ্ট, সিনেমা ব্লকবাস্টার এমনিতেই হয়ে যায় এবং এই কথা আপনাকে স্বীকার করতেই হবে ট্রেইলারে যে লেভেল এর একশন স্টান্ড দেখানো হয়েছে,যেরকম  visualisation, এবং cinematography,দেখানো হয়েছে, পাশাপাশি Bgm এর ফাটাফাটি উপস্থিতি সবকিছুই একদম  top notch ছিল এবং এই সবকিছু মিলিয়ে অডিয়েন্সটা এই মুভিটাকে যে পছন্দ করবে সেটা তো একদম নিশ্চিত এবং ট্রেইলারে ইন্টারেস্টিং বিষয় যেটা লেগেছে thalapathy vijay এর old version এবং new version দুজনকেই একসঙ্গে স্টান্ট করতে ও দেখা যায় ট্রেলার এর একটি অংশে যেটা দেখে অনেকে শাহরুখ খানের জাওয়ান মুভির সাথে এই সিনেমার তুলনা করছে,তবে এই goat সিনেমায় থালাপাতি বিজয়ের প্রায় সাতটি লুক থাকবে

See also  সৌরভের মন্তব্যে ক্ষেপেছেন স্বস্তিকা

যেটা আমরা সবাই ট্রেলার দেখিই আন্দাজ করতে পেরেছি,এবং হ্যাঁ সিনেমায় past এবং present এর একটা টাইমলাইনের খেলা চলবে,তবে সিনেমার ঘটনা কোন টাইমলাইনে স্থির হবে সেটা শিউর হয়ে বলা যাচ্ছে না,পাশাপাশি ট্রেলার এ বেশ কিছু comedy elements ও রাখা হয়েছে যা দেখে বুঝাই যাচ্ছে thalapathy vijay (The Greatest of All Time)  সিনেমা দর্শকদের হলমুখী করতে সক্ষম হবে। 

মোট কথা সিনেমার গল্প রেগুলার তামিল সিনেমার মতো হলেও এর বাদ বাকি সব এলিমেন্টস অডিয়েন্স এর মন জয় করে নিতে সক্ষম হবে।