গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে চান গার্দিওলা

ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ইলকায় গুন্দোয়ান। নানা কারণে বার্সেলোনার এর মিডফিল্ডার এখন প্রতিনিয়ত সংবাদের শিরোনামও হচ্ছেন। একদিকে বার্সায় তাঁর থাকা না থাকা নিয়ে আলোচনা এবং অন্যদিকে জাতীয় দল থেকে অবসরের কারণেও কথা হচ্ছে তাঁকে নিয়ে। এর মধ্যে তাঁকে নিয়ে বড় খবর দিয়েছেন দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।

গুন্দোয়ানকে নাকি আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি। এমনকি তাঁর ক্লাবে ফেরানোর ব্যাপারে কোচ পেপ গার্দিওলাও ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। এই খবর সত্যি হলে সেটি এবারের দলবদলে বড় চমকই হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, ‘বার্সেলোনা চায় গুন্দোয়ান ক্লাব ছাড়ুক। সে যেতে প্রস্তুত এবং পেপও (গার্দিওলা) তাকে ফেরাতে চায়।’ এরই মধ্যে দুই পক্ষের মধ্যে প্রাথমিক কথাও হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব চোখ গুন্দোয়ানের ওপর। রোমানোর দেওয়া তথ্য মতে, গুন্দোয়ানের জন্য কাতার, সৌদি আরব এবং অন্য কিছু ক্লাব থেকেও প্রস্তাব আছে। সে তালিকাতেই এবার যুক্ত হচ্ছে সিটির নামও।

এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানায়, বার্সেলোনা ছাড়তে চান গুন্দোয়ান। দলবদল শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে চান তিনি। এমনকি গুন্দোয়ানের নিজের ইচ্ছার কথা বার্সা কর্তৃপক্ষকে জানানোর কথাও বলে সংবাদমাধ্যমটি।

এদিকে রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে বার্সার প্রথম ম্যাচের স্কোয়াডেও ছিলেন না গুন্দোয়ান, যা তাঁর ক্লাব ছাড়ার খবরে আরও হাওয়া দেয়। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন অবশ্য বলছে, চোটের কারণেই সেদিন ভ্যালেন্সিয়া ম্যাচে জায়গা হয়নি গুন্দোয়ানের। তারা জানিয়েছে, মোনাকোর বিপক্ষে হুয়ান গাম্পার ম্যাচে মাথায় আঘাত পান গুন্দোয়ান। যে কারণে ঝুঁকি এড়াতে তাঁকে দলে রাখেননি কোচ হান্সি ফ্লিক।

স্কোয়াডে না থাকার কারণ অবশ্য যা–ই হোক, তখন থেকেই গুন্দোয়ানের ক্লাব ছাড়ার গুঞ্জন ক্রমেই বাড়তে শুরু করে। এমনকি গুন্দোয়ানকে পাওয়ার জন্য একাধিক ক্লাবের মরিয়া হয়ে মাঠে নামার কথাও জানা যায়। তুরস্কের ক্লাব ফেনেরাচের কোচ জোসে মরিনিও নাকি যেকোনো মূল্যে গুন্দোয়ানকে দলে চান।

See also  এমবাপ্পে–ভিনিসিয়ুস–বেলিংহামদের মৌসুম চলকালেই ছুটি দেবেন আনচেলত্তি

একইভাবে গুন্দোয়ানকে চাইছে আরেক তুর্কি ক্লাব গ্যালাতাসারাইও। পাশাপাশি আগ্রহের তালিকায় নাকি সৌদি আরবের ক্লাবও আছে। সব মিলিয়ে বার্সার জন্য গুন্দোয়ানকে ধরে রাখা কঠিন মনে হচ্ছিল। স্পোর্ত অবশ্য জানিয়েছিল, ভালো প্রস্তাব পেলে বার্সাও নাকি গুন্দোয়ানকে আর ধরে রাখতে চায় না। আর এর মধ্যে গুন্দোয়ানকে ফেরানোর ব্যাপারে সিটির আগ্রহ পুরো ঘটনায় নতুন চমক নিয়ে এসেছে। এখন শেষ পর্যন্ত গুন্দোয়ান কোথায় নিজের ভবিষ্যৎ খুঁজে নেবেন সেটাই এখন দেখার বিষয়।