ফেনীতে বন্যার পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে ছাগলনাইয়া উপজেলা পরিষদ।
সরেজমিনে মঙ্গলবার (২০ আগস্ট) দেখা যায়, তিন দিন ধরে ভারি বৃষ্টির কারণে ছাগলনাইয়া পৌরশহরে মানুষের কোমর পর্যন্ত পানি উঠেছে।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মন্নান জানান, উপজেলা পরিষদ নিচু জায়গায় হওয়াতে বন্যার পানি ঢুকে অফিসের জরুরি কাগজপত্রসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পৌর কর্মকর্তা জানিয়েছেন, পৌর এলাকায় পানি নিষ্কাশনের পরিকল্পনা না করার কারণে সামান্য বৃষ্টি হলে পৌরসভা ও উপজেলা পরিষদ কার্যক্রম পানি ওঠার কারণে স্থগিত হয়ে যায়।
এদিকে পৌর বাসিন্দারা দুষছেন সাবেক পৌর মেয়রকে। অভিযোগ, সাবেক মেয়র এম মোস্তফা টানা কয়েক বছর পৌর মেয়রের দায়িত্বে ছিলেন, কিন্তু শহরের কোথাও কোনো পানি চলাচলের ড্রেন পরিষ্কর করা হয়নি। তাই সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি উঠে মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল কালবেলাকে জানিয়েছেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নিচু জায়গায় হওয়ায় গত তিন দিনের বৃষ্টির কারণে প্রশাসনিক ভবনের নিচতলায় পানি উঠেছে।