তাহলে কি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে মা খালাদের প্রিয় চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা?
এখন বিষয়টা হলো কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া তে এই বিষয়টা অনেক আলোচনা হচ্ছে যেখানে বলা হয়া কোটি কোটি মা-বোনদের কাঁদিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে স্টার জলসা এবং জি বাংলা, এবং এই খবরটা পাওয়ার পর বাংলাদেশের পুরুষ সমাজ বিশেষ করে আঙ্কেলরা অনেক বেশি খুশিতে রয়েছে কারন সন্ধ্যাবেলায় বেশীরভাগ সময় টিভির দখল তো থাকে আন্টিদের হাতেই থাকে, তবে যাই হোক এতো আনন্দ করে লাভ নেই কারন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আরা লিলি ২০১৪ সালে সেপ্টেম্বর এ স্টার জলসা, জি বাংলা এবং স্টার প্লাস বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন, আবেদন এ তিনি উল্লেখ করেন এই তিন চ্যানেলের সম্প্রচার করা অনুষ্ঠান বাংলাদেশের মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জিবনে বিরূপ (বাজে) প্রভাব ফেলেছে এবং তিনি আরো উল্লেখ করেছেন এই চ্যানেলের অনুষ্ঠানের কারনে শিক্ষার্থীদের পড়াশোনার এবং গৃহিণীদের কাজের ক্ষতি হচ্ছে যেটার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি গত ১০/৮/২০২৪ এই আবেদন খারিজ করে দেয় এবং জানায় এই চ্যানেল গুলোর সম্প্রচার
বাংলাদেশেcontinued করা হবে, এবং মাঝখানে কয়েকদিন যাবত এই চ্যানেলগুলো যে বন্ধ ছিলসেটি মূলত হয়েছিল কলকাতার entertainment industry তে টেকনিশিয়ান এবং ডিরেক্টরদের মধ্যে ঝামেলা হওয়ায় শুটিং বন্ধ ছিল যার জন্য অনেকেই ভেবেছিল হয়তো বা স্টার জলসা এবং জি বাংলা বাংলাদেশি একেবারে জন্যই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু ব্যাপারটা আসলে সেরকম না, অবশ্য এ ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না।