পলাশে প্রধান শিক্ষকের দূর্ণীতির অভিযোগে পদত্যাগ চেয়ে মানববন্ধন

ফারদিন হাসান দিপ্ত: নরসিংদীর পলাশে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের বিরুদ্ধে নানা দূর্নীতির অভিযোগে পদত্যাগ চেয়ে মানববন্ধন করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, আর্থিক অনিয়ম, যাতায়াত বানিজ্য, রাজনৈতিক প্রভাব সহ নানা দূর্নীতি অভিযোগ পাওয়া যায়।

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন প্রধান শিক্ষকের নানা দূর্নীতির তথ্যের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। যেখানে উনি বলেন প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরিক্ষায় অনিয়ম এর মধ্য দিয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন।

এর পর থেকে তিনি টাকার বিনিময়ে বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য শুরু করেন কম্পিউটার অপারেটর নিয়োগ, লাইব্রেরিয়ান নিয়োগ , আয়া ও নাইট গার্ড নিয়োগে মোটা অংকের টাকা নেওয়া বিদ্যালয়ে কাজে ঢাকা যাওয়ায় অতিরিক্ত অর্থ নেওয়া সহ নানা দূর্নীতির অভিযোগ তোলেন।

তাছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাগত সনদ পত্র উত্তোলনে টাকা নেওয়া বিভিন্ন প্রয়োজনে অশালীন আচরন সহ শিক্ষার্থীদের অভিভাবক কোন প্রয়োজনে বিদ্যালয়ে আসলে অশিক্ষক সুলভ আচরনের শিকার হন।

এতে প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের প্রতি ক্ষিপ্ত হয়ে তার পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করে তারা।

See also  বাংলাদেশ বেতারে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন