পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৫ টি গ্রাম

  
  
        
  

মো মনির হোসেন: রাতভর ভাড়িবর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৫ টি গ্রাম

রাতভর ভাড়িবর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশপাশের অন্তত ২৫টি গ্রামে।

পানির তোড়ে আখাউড়া-আগরতলা সড়কের একটি অস্থায়ী সেতু ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, রাত থেকে আখাউড়ায় ভারিবর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ থেকে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে।

এক পর্যায়ে আখাউড়া স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ২৫টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু।

See also  কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসাকে চাপা, আহত-১