আইএমডিবিতে আলোচনায় কোন সিনেমা–সিরিজ ?

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমা ও ওটিটির কাজগুলোর তালিকা তৈরি করে। আসুন, জেনে নিই এই সপ্তাহের সেরা ৫ সিনেমা-সিরিজের তালিকায় কোনগুলো রয়েছে।

1)House of the Dragon

গত ১৬ জুন মুক্তি পাওয়া ‘হাউজ অব দ্য ড্রাগন’ একই সঙ্গে ফ্যান্টাসি আবার পলিটিক্যাল অ্যাকশন ড্রামা। এইচবিও-এর এই টেলিভিশন সিরিজ ৮.৪ রেটিং নিয়ে দর্শকদের পছন্দের তালিকায় এই সপ্তাহেও শীর্ষে রয়েছে। 

2)Deadpool & Wolverine

হিউ জ্যাকম্যান, এমা করিন, রায়ান রেনল্ডস অভিনীত ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি ইতিমধ্যে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। এটি ৮.১ রেটিং নিয়ে ২ নম্বরে রয়েছে।

3) It Ends with Us

ড্রামা ও রোমান্টিক ঘরানার সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’। এটি ৯ আগস্ট মুক্তি পায়। তার পর থেকে দর্শকদের পছন্দে শীর্ষ রয়েছে। ব্লেক লাইভলি অভিনীত সিনেমাটিতে একজন তরুণীর শৈশবে ঘটে যাওয়া নানা ঘটনা দেখানো হয়েছে।

4)Borderlands

এলি রোথ পরিচালিত ভিডিও গেম থেকে ‘বর্ডারল্যান্ডস’ সিনেমাটি বানানো হয়েছে। কেট ব্ল্যানচেট, কেভিন হার্ট, এডগার রামিরেজসহ তারকাবহুল সিনেমাটি ৪ নম্বরে রয়েছে। যদিও ৪.৩ রেটিং নিয়েই সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। তবে ভিডিও গেমস পছন্দ করেন, এমন দর্শকেরা সিনেমাটি নিয়ে বেশি কথা বলছেন।

5) The Umbrella Academy

দর্শকদের পছন্দে শীর্ষ ৫ নম্বরে রয়েছে ‘দ্য আমব্রেলা একাডেমি’। একাধিক এমি মনোনীত সিরিজটির আইএমডিবি রেটিং ৭.৯। বিশ্বকে বাঁচাতে এক হওয়ার গল্প নিয়ে নির্মিত সিরিজটিকে ভোট দিয়েছেন প্রায় ৩ লাখ দর্শক।

 

See also  খালেদা জিয়াকে নিয়ে নতুন সিনেমা মাদার অব ডেমোক্রেসি