সালমান খানের সিকান্দার মুভি সালমান খানের জন্য একটি টার্নিং পয়েন্ট অর্থাৎ Big Come Back হতে পারেতার কারণ লম্বা সময় ধরে সালমান খানের কোন ফিল্ম বক্স অফিসে তেমন ভালো সাফল্য অর্জন করতে পারিনি এমনকি তার সর্বশেষ সিনেমা Tigher 3 সিনেমা হলে তেমন একটি বেশি ব্যবসা সফল হয় নি, যার জন্য সালমান দর্শকরা এটা নিয়ে চরম হতাশায় ছিল,তবে তার এই আপকামিং সিনেমা সিকান্দার নিয়ে দর্শকরা বেশ আশাবাদী তার কারন এখানে ডিরেক্টর হিসেবে আছেন সাউথ ইন্ডিয়ার বিখ্যাত ডিরেক্টর A.R. Murugadoss, সেই সাথে এখানে রজনীকান্ত এর মত বড় এক্টর থাকবে প্রধান চরিত্রে। এবং এখন তো আরো অনেক বড় একটি নিউজ সামনে এসেছে যেখানে বলা হচ্ছে সালমান খানের এই সিকান্দার মুভিতে তার ডাবল চরিত্র থাকবে। যা শুনে অনেকেই ভাবছে হয়তোবা সালমান খানের সিকান্দার মুভি অনেকাংশেই শাহরুখ খানের jawan সিনেমার মতো হতে যাচ্ছে , এবং এই সিনেমার ফার্স্ট হাফের শুটিং গত মাস (জুলাই ১) এ শেষ হয়েছে সেইসাথে সিনেমার সেকেন্ড হাফের শুটিং ২২ এ আগস্ট অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, অবশ্য সালমান খানের এই আপকামিং সিনেমাটি নিয়ে আপনি কতটুক excited?