মানুষ বদলায় ; রাবেয়া জাহান

  • খুব আকুতি করে কেউ কিছু বললেই, বিশ্বাস করে ফেলা উচিত নয়। মানুষ নিজেও জানে না তার কথা কতটুকু নির্ভরযোগ্য। সময়ের সাথে পরিস্থিতির সাথে মানুষ পালটায়, এর চেয়ে বড় সত্য আর কিছুই নয়। তাই কারো কথায় নিজের সিদ্ধান্ত নিজের দৃঢ়তা বা স্থিরতাকে কোনো ভাবেই নষ্ট করা উচিত নয়। আজ যিনি যেই কথাটা খুব দৃঢ়তা এবং বিশ্বস্ততার সাথে বলেছেন আগামী এক বছর পরে সেই কথাটা ততটুকু ই দৃঢ় থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। সময় এবং পরিস্থিতির সাথে মানুষের মন পরিবর্তিত হয়, আবার কেউ কেউ স্বভাবগত ভাবেই পরিবর্তনশীল।
    জীবনে সময়ের প্রয়োজনে অনেক সিদ্ধান্ত নিতে হয়, তবে কারো কথার ভরসায় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়।