রাশেদ খান মেনন আটক

বনানীর বাসা থেকে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার দল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে বনানীর বাসা থেকে তাকে সাদা পোশাকের লোকজন ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যায়।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে।

তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মোস্তফা রতন বলেন, যেহেতু উনাকে ডিবি আটক করেছে, তাই ডিবি কার্যালয়ে থাকার কথা।

See also  শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আবারো হত্যা মামলা