অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে।
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে ক্যাসিনো কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ আছে, উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থ আত্মসাতের। পাউবো দুর্যোগকালে ব্যবহারের জন্য প্রত্যেক সংসদ সদস্যের বিপরীতে আপৎকালীন ৫ কোটি টাকা করে বার্ষিক বরাদ্দ দেয়। কিন্তু ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে এ টাকা জনগণের কোনো কাজে লাগেনি। বরাদ্দের পুরোটাই স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও তার পাঁচ সহযোগীর পকেটে গেছে। ভুয়া প্রকল্প তৈরি করে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ বছরে ৬৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা।
২০১০ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোলা-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন শাওন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি। ক্যাসিনো কেলেঙ্কারির সময়ই শাওনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচারসহ নানান অভিযোগ নিয়ে এর আগেও শাওনের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুদক।