আখাউড়ায় বানভাসি মানুষদের মাঝে উপহার বিতরণ।

  • ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর ৩ আসনের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রিয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের আহ্বানে, পুনিয়াউট-নয়নপুর যুবসমাজের(প্রবাসি) উদ্যোগে
    আখাউড়া বন্যা কবলিত ১০০ টি পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
    উক্ত বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন দিনার,জাকারিয়া খান(জাক্কু) খান,হৃদয় খান,মমিন মিয়া,মাসুদুর রহমান বাবু,পোলক,সাইফুল,মাসুদ,জুম্মান,নিপু,তুষার,গিয়াস উদ্দিন,জীবন,সুমন খান,খোকন প্রমুখ।
Posted in Uncategorized