- ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর ৩ আসনের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রিয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের আহ্বানে, পুনিয়াউট-নয়নপুর যুবসমাজের(প্রবাসি) উদ্যোগে
আখাউড়া বন্যা কবলিত ১০০ টি পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন দিনার,জাকারিয়া খান(জাক্কু) খান,হৃদয় খান,মমিন মিয়া,মাসুদুর রহমান বাবু,পোলক,সাইফুল,মাসুদ,জুম্মান,নিপু,তুষার,গিয়াস উদ্দিন,জীবন,সুমন খান,খোকন প্রমুখ।