ফেনী থেকে মুমূর্ষু অবস্থায় শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবির হেলিকপ্টার

ফেনী থেকে মুমূর্ষু অবস্থায় শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবির হেলিকপ্টার

নাজমুলের বাড়ি ফেনীর পরশুরামে। বয়স মাত্র দেড় বছর। বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল শিশুটি। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে শিশুটিকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় শিশু নাজমুলকে ঢাকায় আনা হয় বলে আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ফেনীর পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ে খোলা বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হেলি-মিশন পরিচালনা করে বিজিবি। তখন বিজিবির এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল মঈনুল ইসলাম জানতে পারেন, স্থানীয় অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছরের শিশুসন্তান নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে।

পরে বিজিবি নাজমুলকে হেলিকপ্টার করে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে আনে। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়।

বর্তমানে শিশু নাজমুলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে বিজিবি নাজমুলকে হেলিকপ্টার করে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে আনে। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়।

বর্তমানে শিশু নাজমুলের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

See also  এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস