কুমিল্লার তিতাস ও মুরাদনগরে বন্যার্তদের ডা.এনামুল হক এর উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি ডা.মোঃ এনামুল হকের নির্দেশনায় তিতাস ও মুরাদনগর উপজেলার বন্যাকবলিত এলাকার পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

গত ২৪ ও ২৫ আগস্ট তিতাস উপজেলার আফজালের কান্দি,খানেবাড়ী,দঃ মানিকনগর, দাসকান্দি এলাকার কিছু অংশ এবং মুরাদনগরের জাহাপুর, ছোবলারচর গ্রামে বন্যাকবলিতদের শুকনো খাবার পৌঁছে দেন বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি ডা.মোঃ এনামুল হক।

মুরাদনগরের জাহাপুর, ছোবলারচর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন শুকনো খাবার ও মোমবাতি, কয়েল,গ্যাসলাইট এগুলা পেয়ে অত্যান্ত খুশি হয়েছেন সেই সাথে ডা.মোঃ এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি ডা.মোঃ এনামুল হকের অর্থায়নে
প্রায় ১২০ টি পরিবারের মাঝে খাবারগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি,দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার,বিডিনিউজ ৯৯৯ এর তিতাস প্রতিনিধি এমরান হোসেন রিটন এবং
আবুজাফর গিফারী কলেজের ছাত্র আবু মুছা সহ অন্যান্য আরো অনেকে।

 

See also  তিতাসে প্রাক্তন ছাত্র পরিষদ পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলো খাবার