অতিরিক্ত কৌতূহল আর অতিরিক্ত আবেগ মানুষের সবচেয়ে বড় শত্র। আপনার অতিরিক্ত কৌতূহল আপনার কষ্টের কারণ হতে পারে। সব সময় সবকিছু জানতে চাওয়া উচিত নয়। আমাদের যেটুকু সীমানা তার মধ্যেই চলাচল করা উচিত।
অনুমান নির্ভর তথ্যের উপর ভিত্তি করে কাউকে দোষারোপ করা একেবারেই অনুচিত। কারণ আপনার অনুমান মিথ্যে হলে কারো কাছে আপনার একেবারেই শূন্য হয়ে যাবে।
যেখানে আপনার অভিমান অনুযোগ গুরত্বহীন সেখান থেকে আপনার মনকে সরাতে না পারলেও অন্তত আপনার অস্তিত্বকে সরিয়ে নিন।