চৌদ্দগ্রাম থানায় নবনিযুক্ত ওসি মোঃ নাজমুল হুদা।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের (অর্থ ও প্রশাসন) ইন্সপেক্টর মো. নাজমুল হুদা। এর আগে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ছিলেন তৃনাথ সাহা তন্ময়। গত ২৩ আগস্ট(শুক্রবার) নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. নাজমুল হুদা দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২২ আগস্ট (বৃহষ্পতিবার) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. নাজমুল হুদাকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

একই আদেশে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম কুমিল্লার আরও তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করেন। আদেশে নাঙ্গলকোট থানায় ইন্সপেক্টর একে ফজলুল হককে, তিতাস থানায় ইন্সপেক্টর কাজী নাজমুল হককে ও দেবীদ্বার থানায় ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর নাজমুল হুদা ইতিপূর্বে কক্সবাজার জেলার কক্সবাজার সদর, রামু থানা এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট, ব্রাহ্মণ পাড়া, বাঙ্গুরা বাজার থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।

See also  গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে