
কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী অলিউল্লাহ ভিটিকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া, নারান্দিয়া পূর্বপাড়, নারান্দিয়া পশ্চিম পাড়ের বন্যাদুর্গতদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাবারের মধ্যে ছিলো, মিনিকেট চাল ৩ কেজি,ডাল ১ কেজি, তেল ১ কেজি, মুড়ি ১ কেজি।
ভিটিকান্দি ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ মেম্বারের তত্বাবধানে উপস্থিত ছিলেন, আসমানিয়া বাজারের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছবির হোসেন, সাদত বেপারি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা,মহিন সরকার, জাহিদ হাসান, মোঃ ইয়াছিন, রিয়াজ , ইয়ামিন ও আল আমিন প্রমূখ।