অসহায়কে আঘাত করা কি যৌক্তিক? রাবেয়া জাহান

  1. কোনো মানুষ যখন অসহায় হয়ে যায়, নিরুপায় হয়ে পড়ে তখন তাকে আঘাত করার কি কোনো যৌক্তিকতা থাকে।
    একটা মানুষ, সে যত বড় অপরাধী ই হোক, যখন সে অসহায় হয়ে পড়ে, তাকে সুযোগ পেয়ে মারধর করা কি বীরপুরুষের কাজ?
    প্রকৃতপক্ষে একজন সাহসি বীরপুরুষ হচ্ছে সে, যিনি কোনো ব্যক্তির ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন সময়ে সে ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, প্রয়োজনে আঘাত করতে পারে।
    কিন্তু একজন মানুষ যখন ক্ষমতার উচ্চাসন থেকে একেবারে ধ্বসে পড়ে, তখন তো সে এমনিতেই নিঃস্ব। সবকিছুই তার শেষ। তাকে কি আর মারধর করার দরকার আছে? তার বিচার তো আদালত করবে, তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন।
    কিন্তু কিছু মানুষ আছে, যারা মনে করেন একজন পরাজিত অপরাধীকে সুযোগে ফাঁক ফোকরে যতটুকু মারধর করা যায়, ততই বুঝি পুন্য কামানো সম্ভব। কেউ কেউ এমন মারধর কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে খুব বীরপুরুষ বলে মনে করে।মানুষের চিন্তা যে কতো উদ্ভট আর অযাচিত হতে পারে তা এই বিচিত্র দুনিয়ার বিচিত্র মানুষের কৃতকর্ম না দেখলে বুঝা বড় দায়।
Posted in Uncategorized