কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  তাদের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাবেক রেলমন্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  তাদের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাবেক রেলমন্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

অন্যদিকে, জিল্লুল হাকিম ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী সরকার।

See also  জাতিসংঘের গুম বন্ধে বিষয়ক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ