হালের টপিক সেভেন সিস্টার্স ৭ বোনের সমাচার। পার্শ্ববর্তী দেশ ভারত উত্তরাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স।
রাজ্যগুলো হল:-
১. অরুণাচল
২. আসাম
৩. মনিপুর
৪. মিজোরাম
৫. মেঘালয়
৬. নাগাল্যান্ড
ও
৭. ত্রিপুরা।
রাজ্যগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স।
প্রতিটি রাজ্যই সংস্কৃত এবং পরিবেশগত দিক দিয়ে স্বতন্ত্র। এদের মধ্যে রয়েছে নিবিড় পরস্প রিক নির্ভর শীলতা। এ কারণে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিষ প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্য গুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। কিছু কিছু সূত্রে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মূলে তৃতীয় শক্তি রয়েছে বিশেষ কিছু প্রশ্ন যেমন পাকিস্তানে আন্দোলন, ভারতে আন্দোলন, ইউক্রেন ও রাশিয়া আন্দোলন, ফিলিস্তিন ও ইসরাইল আন্দোলন এগুলো একটা বিশ্লেষণ সবকিছুতে যেন ধোঁয়াশা।বাংলাদেশের ভেতর দিয়ে যে রেললাইন নির্মাণ করা হয়েছে এটা ভারত ও সেভেন সিস্টার্স এর সাথে সংযোগ। সেভেন সিস্টার্স বহু বছর স্বাধীনতা লাভের আশায় মত পোষণ করছে।এজন্য হয়তো যুদ্ধের সরঞ্জাম বহনের ক্ষেত্রে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে।তবে এটা যদি সত্য হয় ভবিষ্যতে বাংলাদেশের ও বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।
বিঃদ্রঃ-
একটা ভবিষ্যৎবাণী:-ভারত ভবিষ্যতে বাংলাদেশ সব থেকে বড় শত্রুতে পরিণত হবে কারণ বর্তমান ও অতীতের ভারতের পরিকল্পনা কথা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবশ্যই জানা আছে। তারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশ এর সাথে বারবার ছলনা ও হুমকি দিয়ে থাকে।
নিচে মানচিত্র দেওয়া হল মানচিত্রের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার বা শহরের উপর দিয়েই রেল লাইনের ম্যাপ টা ভবিষ্যৎ পরিকল্পিতভাবে করা হয়েছে।