তিতাস ও মুরাদনগরের বন্যার্ত মানুষের জন্যে বিনামূল্যে মেডিকেল চেকআপ, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক এর উদ্যোগে।
৩১ আগস্ট (শনিবার) উপজেলার বন্যা কবোলিত মানুষের জন্য বিভিন্ন আশ্রয়ানে এ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার
কলাকান্দি ইউনিয়ন এর আফজালের কান্দি, মুরাদনগরের কিছু অংশ, এবং তিতাস দাসকান্দি দক্ষিণ পাড়ের আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন আশ্রয়নে তারা স্বাস্থ্যগত সেবা দিচ্ছেন ও ফ্রী ঔষধ সরবরাহ করছেন।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক এর ব্যক্তিগত উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার এবং পল্লী চিকিৎসক মো, শাহাদাত ইসলাম মেঘনা,হোমনা মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এর সিনিয়র নার্স লোপা আক্তার, হোমনা এশিয়া হাসপাতালের সিনিয়র নার্স কামরুল নাহার তিতাস ও মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করছে।
এসব প্রতিকুলতার মাঝেও বন্যাকবলিত সকল মানুষের জন্য তিতাস উপজেলার কৃতি সন্তান দানবীর ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক এর নেতৃত্বে বানভাসি মানুষের স্বাস্থ্য সেবা অব্যাহত রয়েছে।