বন্যায় গোমতী নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন ফ্রেন্ডস ক্লাব

তিতাসে বন্যায় গোমতী নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব।

আজ ৩১ আগস্ট শনিবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পশ্চিমপাড় বন্যায় গোমতী নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামতের জন্য দুটি পরিবারকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,মোঃ সেলিম সবুজ, এসপিকে সবুজ আহমেদ, সালাউদ্দিন সিকদার, আবু তাহের, আমিনুল পাঠান, আনিসুর রহমান আনিস।

এ ধরনের উত্তম মানবিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত ও নেতৃবৃন্দ।

See also  ব্রাহ্মণপাড়ায় বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার পৌছে দিচ্ছেন যুবকরা