post by:-Octopus
জুলাই বিপ্লব এর সময় ঢাকা রেঞ্জে ১৩ জেলা গণহত্যা নির্দেশদাতা কুখ্যাত নুরুল ইসলাম এর বয়ানে বলেছেন কেন তাকে সর্বোচ্চ পুলিশ পদক বি পি এম ও পিপিএম দেওয়া হয়েছে। ৫ এই মেয়ে হেফাজ ত হত্যা ভূমিকার জন্য বিপিএম ও ২০১৮ সালের রাতের ইলেকশন বাস্তবায়নের জন্য তাকে সর্বোচ্চ পদক পিপিএম পদক দেওয়া হয়।
ঢাবির এ এফ রহমান হলের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় সহ পাঠাগার সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম এএসপি থাকা অবস্থায় প্রকাশ্যেই চাঁপাই নবাবগঞ্জ আওয়ামী লীগের একটি উপ দল তৈরি ও নিয়ন্ত্রণ করার এসপি লিগ বলে কুখ্যাতি পান। নির্বাচনের আগে ২২ অক্টোবর তাকে পুরস্কার স্বরূপ ডি আই জি পদোন্নতি দিয়ে ঢাকা রেঞ্জের মেট্রোপলিটন বাদে ঢাকা বিভাগে দায়িত্ব দেওয়া হয়।জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জ গাজীপুর সহ ঢাকা বিভাগের সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা এই সাবেক ছাত্রলীগ নেতা।
৬ আগস্ট সরকার পতনের পর ডিআইজি নুরুল ইসলামকে বরখাস্ত করে সম্প্রতি আবার রাজশাহী পুলিশ একাডেমিতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়েছে। অবিলম্বে খুনি ও দেশদ্রোহী নুরুল ইসলামকে চাকরি জুতো করে আইনিগত প্রক্রিয়ায় শাস্তির মুখোমুখি দাঁড় করা হোক।
সংগৃহীত
বিঃদ্রঃ-সত্য মিথ্যা যাচাই করার জন্য তদন্ত করা হোক।