ভূমি দখল প্রভাবশালী ব্যাক্তিদের হাত হতে সাধারন নির্যাতিত মানুষেরা মুক্ত হও

নাম:গোলাম হোসেন। পিতা: মৃত কছিম উদ্দিন আহমেদ। মাতা:গোলেজা বেগম। গ্রাম গোবিন্দপুর থানা:খানসামা জেলা:দিনাজপুর।উনার বাবা মানুষিক ভারসাম্যহীন থাকাকালিন থেকে এখন পর্যন্ত উনার বাবার কিছু দলিলকৃত জমি অনেকদিন যাবৎ ক্ষমতাশীল ব্যক্তিরা ভোগ করে আসছে। কিন্তুু যখন উনি সাবালক হয়ে জানতে পারে যে তার বাবার দলিলকৃত জমিগুলো ক্ষমতাশীল ব্যাক্তিরা ভোগ করে আসছে তখন উহা ফেরত চাইততে গেলে ক্ষমতাশীল ব্যক্তিরা উনাদের অকট্য ভাষায় গালিগালাজ করে নানানভাবে ভয়ভীতি দেখায়। এমতাবস্থায় দিশেহারা হয় এবং বাধ্য হয়ে ৩০-০৬-২০০৮ ইং এ দিনাজপুর জর্জ আদালতে মামলা দায়ের করে যার মোকদ্দমা নং২৮/২০০৮ অন্য।দীর্ঘ ১৪ বছর পর মামলা পরিচালনা করে ০৭-০৬-২০২২ ইং তারিখে মামলা উনার (গোলাম হোসেন) পক্ষে রায় প্রদান করে।কিন্তুু এর পরেও ক্ষমতাধর ব্যাক্তিরা জমি ফেরত দিতে অস্বকৃতি জানায় এবং পূর্বের মতো হুমকি ও ধমক দিয়ে ভয়ভীতি প্রদর্শন  করে যার ফলে উনাকে  নানান সমস্যার মধ্যে  থাকতে হচ্ছে। অতএব বৈষম্যবিরধী ছাত্র আন্দলোন কে অনুরোধ করা হচ্ছে যে গোলাম হোসেনের বাবার জমিগুলোর বিষয় বিবেচনা করে সাহায্য করুন যাতেকরে ক্ষমতাধর ব্যক্তিদের হাত হতে ভোগকৃত জমি গুলো ফিরিয়ে আনতে পারে।নিন্মে:- নির্যাতিত ব্যাক্তি গোলাম হোসেনের ফোন নম্বর, ছবি,জমির দলিল ও আদালতকৃত রায়ের কপি দেয়া হলো :-01794855856

See also  বাংলাদেশকে নিয়ে একের পর এক RAW এর টার্গেট বাস্তবায়নের চেষ্টা চলছে