গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্বরোড, কুট্টাপাড়া এ যানযটের চিত্র দেখা গেছে। শত শত বাস, মালবাহী গাড়ি আটকা পড়ছে। বৃষ্টির পানি ও ভাঙ্গা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি কারণে যানবাহন আস্তে আস্তে যাচ্ছে। জানা যায়, ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের ওপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহন যাতায়াত করে। গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর জেলায় নির্মাণাধীন আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় যানজট এখন নিত্যদিনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক এখন নিত্যদিনই তীব্র যানজট লেগে থাকছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্বরোড, কুট্টাপাড়া এ যানযটের চিত্র দেখা গেছে। শত শত বাস, মালবাহী গাড়ি আটকা পড়ছে। বৃষ্টির পানি ও ভাঙ্গা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি কারণে যানবাহন আস্তে আস্তে যাচ্ছে।

জানা যায়, ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের ওপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহন যাতায়াত করে। গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর জেলায় নির্মাণাধীন আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় যানজট এখন নিত্যদিনের

প্রকল্পের নির্মাণকাজ ফেলে চলে যায় প্রকল্পে কর্মরত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা। নির্মাণকাজ ফেলে যাওয়ার কারণে সড়কে খানাখন্দে ভরপুরে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। বর্তমানে তা চরম আকার ধারণ করেছে।

এদিকে বাংলাদেশে মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমাতে চলাচল নিষিদ্ধ করেছে থ্রি হুইলার এবং যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। যদিও সেই গতিসীমা পরিমাপের জন্য ব্যবহার হয় স্পিডগান। তবুও ব্যবহার করা হচ্ছে না ট্রাফিক আইন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের কোন ভূমিকা না থাকায় নিয়ম ভঙ্গ করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার। ফিটনেসবিহী গাড়ি চলাচলসহ নানা কারণে ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কে নিত্যদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ- পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, বিশ্বরোড মোড়ে সড়ক ভাঙ্গা থাকা কারণে গাড়ি আস্তে আস্তে যায়। এরমধ্যে হাজার হাজার সিএনজি, অটোরিকশা যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠানামা করায় যানজট লেগে যায়। তারপরও আমরা যানজট  নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি।

 

See also  নোয়াখালীতে বন্যায় চালের উৎপাদন কমবে ৮২ হাজার ৫৭৯ মেট্রিক টন