নানা প্রতিবন্ধকতার পর অবশেষে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়ীয়া ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু 

আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে। গত ৫ আগস্ট  সরকার পতনের পরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের অফিসকক্ষ থেকে শুরু করে, চেয়ার টেবিল কাগজপত্র মামলার মেশিন সবকিছু লুটপাট সহ অগ্নি সংযোগ করা হয়। বন্ধ হয়ে যায় জেলা ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম,  এই সুযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ধারণ  ক্ষমতার অধিক ব্যাটারি চালিত অটো রিস্কা, বিভাটেক, সিএনজি, নসিমন, করিমন লাইসেন্স বিহীন ইজিবাইক দেদারসে পৌর শহরে প্রবেশ করায় গত এক মাসেরও অধিক সময় ধরে তীব্র যানজটেরসৃষ্টি হয়। পৌরবাসীর জনদুর্ভোগ জনদুর্ভোগ চরমে। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা করার লক্ষে পূর্ণ উদ্যমে শুরু হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান। এই অভিযানে শহরের যানজট নিরসন ও লাইসেন্স বিহীন ইজিবাইক রিক্সাসহ যানবাহন শহরে নিষিদ্ধ সকল প্রকার গাড়ি নিয়ন্ত্রণ করতে পরিচালিত হচ্ছে বলে জানা যায়। শহরে নিবন্ধনবিহীন যানবাহন গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রে জানা যায়। এই উদ্যোগের মাধ্যমে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ, যা জেলা পুলিশ সুপাররের দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করছেন, ট্রাফিক পুলিশের টি আই মুরাদ হোসেন, টি আই সেলিম, টি আই নিখিল, তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এই অভিযান চলবে। কোনো অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না বলে নিশ্চিত করেন ট্রাফিকের এই কর্মকর্তারা।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শহরের মেড্ডা কুমারশীল মোড়, কাচারি পুকুরপাড়, থানাব্রিজ ও কাউতলীতে দীর্ঘ এক মাস পর ট্রাফিকের অভিযান কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো। এ ব্যাপারে জানতে চাইলে টি আই আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা নতুন উদ্যমে অভিযান শুরু করেছি। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আগামী রবিবার থেকে আরো কঠোরভাবে অভিযানে করে ব্রাহ্মণবাড়িয়া শহর যানজট মুক্ত করতে আমাদের টিম সক্রিয় কাজ করবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ  লাইসেন্স বিহীন ইজিবাইক রিক্সাসহ সকল প্রকার অবৈধ যানবাহনের শহরে প্রবেশ নিষিদ্ধে মাইকিং করে ঘোষণা দিলেও তা কেউ মানছেই না। যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের তেমন কোনও কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে পৌরসভার হিসাবরক্ষক অফিসার কাওছার আহমেদ জানান, অচিরেই আমরাও শহরে যানজট নিরসনে অভিযান শুরু করবো।
See also  দুনীর্তির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া গার্লস হাইস্কুল শিক্ষার্থীদের এক দফা দাবিতে বিক্ষোভ