মো: মনিরুজ্জামান নাসিরনগর উপজেলায় শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নাসিরনগর উপজেলার গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুজ্জান উপজেলা পর্যায়ে  শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করেছেন।

জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে ৫টি ক্লাস্টার,যেখানে রয়েছে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়। ৫টি ক্লাস্টারের মধ্যে ১টি হলো চাতলপাড়, যেখান থেকে প্রাথমিক ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে গোয়ালনগর ইউনিয়ন থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে ১২৬টি বিদ্যালয়ের মধ্য থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ক্যাটাগরিতে) নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

See also  কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সভা অনুষ্ঠিত