চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদ আজ রোববার সকালে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রতিদিন গান শুনবেন। অন্যকেও গান শুনতে উৎসাহিত করবেন। গলা যেমনই হোক, মাঝে মাঝে গান করবেন। পারলে প্রতিদিন। তাতে মন ও ফুসফুস উভয়ই ভালো থাকবে।’
আজ মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দারের জন্মদিন। কেকসহ স্বামীর সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে মিম লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমার জীবনটা ভালোবাসা ও হাসি-আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
চিত্রনায়ক সাঞ্জু জনের আজ জন্মদিন। দিনটি উপলক্ষে অগ্রজ অভিনয়শিল্পী মিশা সওদাগর স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘একটা মানুষের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, সে যখন যেখানে উপস্থিত হয়, প্রকৃতি তাকে স্বাগত জানায়। এটাই সবচেয়ে বড় সাফল্য। ঐশ্বর্য, টাকাপয়সা এগুলো বিলাসিতা, এগুলো সাফল্য না—এটা আমি মনে করি। সাঞ্জু, তুই এমন একটা মানুষ, যেখানে উপস্থিত হোস সবাই খুশি হয়ে যায়। তোর জীবনের এই সাফল্য ধরে রাখিস। শুভ জন্মদিন ভাই—শুভ জন্মদিন।’
কয় দিন আগে আবার মা হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। সন্তানকোলে একটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঘুমহীন রাতের পর রাত কাটানোর পরও মায়েদের হাসতে হয়, সংসারের বাইরের সব কাজ করতে হয়, অন্যান্য সন্তানদের সমানতালে দেখভাল করতে হয়, মনোযোগ রাখতে হয়। এতেই মাতৃত্বের সুখ নিহিত।