ভারতীয় বক্স অফিসের সংঘর্ষে এবার বলিউডের দুই হেভিওয়েট অভিনেতা! তারা হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও চকলেট বয়’ খ্যাত রণবীর কাপুর। ২০২৬ সালের একেই ঈদে আসতে চলেছে শাহরুখের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’। ২০২৩ সালে সিনেমা দিয়ে হ্যাট্রিক করলেও ২০২৪ সালে শূন্য হাতে শাহরুখ, মুক্তির অপেক্ষায় নেই কোনো সিনেমা। তবে শুটিং চলছে ‘কিং’ সিনেমার। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো একমাত্র মেয়ে সুহানার সঙ্গে বড় পর্দা ভাগ করবেন বলিউড বাদশাহ। তাই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা রয়েছে তুঙ্গে।

কিং’ বনাম ‘লাভ অ্যান্ড ওয়ার’, ঈদে বক্স অফিসে বড় সংঘর্ষ

বিনোদন: ভারতীয় বক্স অফিসের সংঘর্ষে এবার বলিউডের দুই হেভিওয়েট অভিনেতা! তারা হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও চকলেট বয়’ খ্যাত রণবীর কাপুর। ২০২৬ সালের একেই ঈদে আসতে চলেছে শাহরুখের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’।

২০২৩ সালে সিনেমা দিয়ে হ্যাট্রিক করলেও ২০২৪ সালে শূন্য হাতে শাহরুখ, মুক্তির অপেক্ষায় নেই কোনো সিনেমা। তবে শুটিং চলছে ‘কিং’ সিনেমার। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো একমাত্র মেয়ে সুহানার সঙ্গে বড় পর্দা ভাগ করবেন বলিউড বাদশাহ। তাই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা রয়েছে তুঙ্গে।

কিং’ বনাম ‘লাভ অ্যান্ড ওয়ার’, ঈদে বক্স অফিসে বড় সংঘর্ষ

অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও সিনেপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এ ছবিতে রণবীরের সঙ্গে আছেন আলিয়া বাট এবং ভিকি কোশাল। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৫-এর বড় দিন উপলক্ষে মুক্তির কথা থাকলেও ১৩ সেপ্টেম্বর নির্মাতারা জানিয়েছেন, ২০২৬-এর ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

ঈদে বলিউডের ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রে বরাবরই বলিউড ভাইজান সালমান খানের দাপট থাকে। তবে ঈদ মাতানোর রেকর্ড শাহরুখেরও রয়েছে। ঈদে মুক্তি পাওয়া ‘চেন্নাই এক্সপ্রেস’ দারুণ ব্যবসা করেছিল। তবে এ রেকর্ড নেই রণবীরের ঝুলিতে। তাই ‘কিং’ নিয়েও আশাবাদী নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। এখন দেখার পালা, ‘কিং’ বনাম ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদ যুদ্ধে কোন সিনেমা থাকে ভক্তদের তুঙ্গে!

See also  পূর্বাচলে জমি পেতে শেখ হাসিনাকে ‘মা সম্বোধন করে চিঠি দেন জয়