পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এমপক্স সন্দেহে তিন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, এসব সন্দেহভাজন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফিরছিলেন। তিন যাত্রীকেই সিন্ধু সরকারের সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ও পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এ বছর পাকিস্তানে মোট ৬ জনের দেহে এমপক্স পাওয়া গেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তান বিমানবন্দরে ৩ এমপক্স রোগী শনাক্ত

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এমপক্স সন্দেহে তিন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, এসব সন্দেহভাজন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফিরছিলেন।

তিন যাত্রীকেই সিন্ধু সরকারের সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ও পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এ বছর পাকিস্তানে মোট ৬ জনের দেহে এমপক্স পাওয়া গেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তান বিমানবন্দরে ৩ এমপক্স রোগী শনাক্ত

এমপক্স হলো এমন একটি ভাইরাস যা ফ্লুর মতো উপসর্গ ও ক্ষত সৃষ্টি করে। এই সংক্রমণে মৃত্যুও হতে পারে। তবে শিশু, গর্ভবতী নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে।

সূত্র: জিও নিউজ

See also  পদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল