অনূর্ধ্ব-২০ দলে খেলোয়াড় ছাড়া নিয়ে কিংস–মারুফুল মুখোমুখি

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় বাছাইপর্বে গ্রুপ ‘এ’–তে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম। কিছুদিন আগেই নেপালে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ জিতে আসা বাংলাদেশের যুবাদের জন্য এটি বড় পরীক্ষাই। ভিয়েতনামে যাওয়ার আগে কোচ মারুফুল হকের অধীনে বুয়েট মাঠে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের অনুশীলন। কিন্তু এই অনুশীলনেই খেলোয়াড় ছাড়া নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন কোচ মারুফুল হক।

ভিয়েতনামে এএফসি টুর্নামেন্টের দলে কিংসের খেলোয়াড় আছেন ৬ জন। কিন্তু চোট ও অন্যান্য কারণে কিংস ক্যাম্পে পাঠিয়েছে দুজন খেলোয়াড়কে। এতে বেশ ক্ষুব্ধ মারুফুল। কিংসের সব খেলোয়াড়কে না পাওয়ায় ওই দুজনকেও তিনি অনুশীলন করতে দেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি কিংস কর্তৃপক্ষ।

আজ বাফুফেকে পাঠানো এক চিঠিতে মারুফুল হক কোচের দায়িত্বে থাকলে নিজেদের কোনো খেলোয়াড়কে ক্যাম্পে না পাঠানোর হুমকি দিয়েছে ক্লাবটি। তাদের কথা, কয়েকজন খেলোয়াড় চোটে আক্রান্ত, তা ছাড়া নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার অধীনে চলছে দলটির প্রাক্‌–মৌসুম প্রস্তুতি, তাই ধাপে ধাপেই খেলোয়াড় ছাড়ার ইচ্ছা তাদের। কিংস এমন আচরণের জন্য মারুফুল হকের শাস্তি দাবি করেছে। শাস্তি না হলে মারুফুলের অধীনে কোনো বয়সভিত্তিক দল, সিনিয়র ও নারী দলের খেলোয়াড়দের ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা চিঠি পেয়েছি। এখন দুই পক্ষের সঙ্গেই কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করছি।’

কোচ মারুফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি এ ব্যাপারে নিজের অবস্থান শিগগিরই পরিষ্কার করব। আমি একটা আনুষ্ঠানিক বক্তব্য দেব আজকের মধ্যেই।’