আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের বাউতলা আফতাবিয়া দরবার শরীফের ৭২তম পবিত্র বার্ষিক ওরশ প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার ভক্তদের আগমনে অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শুরু হয়ে শেষ রাত পর্যন্ত নানান কর্মসূচির মাধ্যমে দরবারের আওলাদ বৃন্দের ব্যাবস্থাপনায় মাজার প্রাঙ্গনে মহাসমারোহে এ ওরস অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরসে কুমিল্লা, সিলেট সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার আশেক-ভক্তের সমাগমে মুখরিত হয় দরবার প্রাঙ্গণ।
ওরশ শরীফ উপলক্ষ্যে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম পালন করা হয়। এতে সকালে রওজা পাকে গিলাফ চড়ানো সহ রাতব্যাপী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে দরবারে গদ্দিনিশীন পীরজাদা মাষ্টার মো: নজরুল হক চৌধুরী মাইজ ভান্ডারী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও আখেরী মোনাজাত করেন। পরে আগত সকল আশেক ভক্তের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্তি হয়।
আখাউড়ায় আফতাবিয়া দরবার শরীফের ৭২তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত
ওরশ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জন প্রতিনিধি সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি দরবারের আওলাদবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওরসে সার্বিক তত্ত্বাবধানে থাকা শাহজাদা চৌধুরী মনিরুল হক (মাহিব নগরী)।’