ইতিহাস গড়লো জাপানি টিভি সিরিজ ‘শোগুন’। ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে এটি। এবারই প্রথম অ-ইংরেজি ভাষার কোনও সিরিজ এই স্বীকৃতি পেলো। ‘শোগুন’ সিরিজে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) পুরস্কার জিতেছেন জাপানের হিরোয়ুকি সানাদা। সেরা অভিনেত্রী হয়েছেন জাপানের আরেক তারকা আনা সোয়াই। দুই জনের ঝুলিতে এটাই প্রথম এমি পুরস্কার।

এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছে জাপানি সিরিজ

বিনোদন :  ইতিহাস গড়লো জাপানি টিভি সিরিজ ‘শোগুন’। ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে এটি। এবারই প্রথম অ-ইংরেজি ভাষার কোনও সিরিজ এই স্বীকৃতি পেলো।

‘শোগুন’ সিরিজে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) পুরস্কার জিতেছেন জাপানের হিরোয়ুকি সানাদা। সেরা অভিনেত্রী হয়েছেন জাপানের আরেক তারকা আনা সোয়াই। দুই জনের ঝুলিতে এটাই প্রথম এমি পুরস্কার। গত সপ্তাহে ক্রিয়েটিভ আর্টস এমিসে বিভিন্ন কারিগরি শাখায় ১৪টি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘শোগুন’। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প বলা হয়েছে। এর ‘ক্রিমসন স্কাই’ শিরোনামের পর্ব নির্মাণের সুবাদে সেরা পরিচালক (ড্রামা সিরিজ) হয়েছেন আমেরিকার ফ্রেডেরিক ই.ও. টোয়।

সোমবার রাতে (বাংলাদেশ সময় ১৬ সেপ্টেম্বর সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। ‘শোগুন’ ছাড়াও চারটি করে পুরস্কার জিতেছে ‘দ্য বিয়ার’ ও ‘বেবি রেইন্ডিয়ার’। আমেরিকান টেলিভিশন শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২৩ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অনুষ্ঠানের মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই জমকালো আয়োজন সঞ্চালনা করেছেন কানাডিয়ান অভিনেতা-কমেডিয়ান ইউজিন লেভি ও তার ছেলে অভিনেতা ড্যান লেভি। এমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম বাবা-ছেলেকে সঞ্চালক হিসেবে দেখা গেলো।

গত ১৭ জুলাই ৭৬তম এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ‘শোগুন’ সর্বাধিক ২৫টি শাখায় মনোনীত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি মনোনয়ন পেয়েছে ‘দ্য বিয়ার’। এর মাধ্যমে রেকর্ড গড়ে কমেডি সিরিজটি। এর আগে ‘থার্টি রক’ ২০০৯ সালে ২২টি মনোনয়ন পায়।

৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে বিজয়ী তালিকা ড্রামা সিরিজ বিভাগ

সেরা ড্রামা সিরিজ:  শোগুন (এফএক্স)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ):  হিরোয়ুকি সানাদা (শোগুন)

See also  কিং’ বনাম ‘লাভ অ্যান্ড ওয়ার’, ঈদে বক্স অফিসে বড় সংঘর্ষ

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ):  আনা সাওয়াই (শোগুন)

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ):  বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো, অ্যাপল টিভি প্লাস)

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ):  এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন, নেটফ্লিক্স)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ):  ফ্রেডেরিক ই.ও. টোয় (শোগুন, পর্ব: ক্রিমসন স্কাই)সেরা চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): উইল স্মিথ (স্লো হর্সেস, পর্ব: নেগোশিয়েটিং উইথ টাইগার্স, অ্যাপল টিভি প্লাস) কমেডি সিরিজ

এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছে জাপানি সিরিজ

কমেডি সিরিজ বিভাগ

সেরা কমেডি সিরিজ:  হ্যাকস (ম্যাক্স)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ):  জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ):  জিন স্মার্ট (হ্যাকস)

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ):  এবন মস-বাচরেক (দ্য বিয়ার)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ):  লাইজা কোলন-জায়াস (দ্য বিয়ার)

সেরা পরিচালক (কমেডি সিরিজ):  ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার, পর্ব: ফিশেজ)

সেরা চিত্রনাট্যকার (কমেডি সিরিজ):  লুসিয়া আনিয়েলো, পল ডব্লিউ ডাউন্স, জেন স্টাটস্কি (হ্যাকস, পর্ব: বুলেটপ্রুফ)(লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি)

লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ বিভাগ

সেরা লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ:  বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি):  রিচার্ড গাড (বেবি রেইন্ডিয়ার)

সেরা অভিনেত্রী (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি):  জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ):  লামোর্ন মরিস (ফার্গো, এফএক্স)

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ):  জেসিকা গানিং (বেবি রেইন্ডিয়ার)

সেরা পরিচালক (লিমিটেড সিরিজ):  রিপ্লি (স্টিভেন জেইলিয়ান, নেটফ্লিক্স)

সেরা চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ):  রিচার্ড গাড (বেবি রেইন্ডিয়ার) রিয়েলিটি শো

রিয়েলিটি সিরিজ বিভাগ

সেরা রিয়েলিটি শো: দ্য ট্রেইটর্স (পিকক)

সেরা টক সিরিজ: দ্য ডেইলি শো (কমেডি সেন্ট্রাল)

সেরা স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)

সেরা চিত্রনাট্যকার (ভ্যারাইটি স্পেশাল): আলেক্স এডেলম্যান (জাস্ট ফর আস, এইচবিও)