ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক আওয়ামীলীগের নেতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে তার হাতে এই স্মারকলিপি দেন তারা।
এসময় ব্রাহ্মণহাতা গ্রামের সজিব নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমাদের এলাকার খুনী, হত্যাকারী, দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টিকারী, উশৃংখল ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি মুন্সি। আওয়ামীলীগের সভাপতি অলি মুন্সির বিরুদ্ধে মোট ৫টি হত্যা মামলা রয়েছে।
ছাত্রজনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হলেও এই অলি মুন্সি তার অত্যাচার অব্যাহত রেখেছে।