তদন্ত ছাড়া কেউ যেন গ্রেপ্তার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের। পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।