ব্রাহ্মণবাড়িয়া : গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি বিশেষ টহলদল কতৃর্ক অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন কামালমোড়া নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০২ জন আসামীসহ পঁত্রিশ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা মূল্যের ১১,৮৭৫ পিস ভারতীয় ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীরা হলো- ব্র্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের মৃত মুলু হোসেন ছেলে মোঃ রাকিব হোসেন একই উপজেলার গণেশরামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ অন্তর ।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক ০২ জন আসামীসহ বিপুল পরিমান ভারতীয় ইয়াবা আটক
বর্তমানে আটককৃত আসামী এবং মাদকদ্রব্য বিজিবি’র হেফাজতে রয়েছে যা বিজয়নগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবির কর্মকর্তারা জানান ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি বদ্ধ পরিকর এবং মাদকদ্রব্য পাচারকারী এবং মাদকদ্রব্য আটকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অভিযান চলমান থাকবে।